০৩৪০৩ ভাগলপুর-যশবন্তপুর স্পেশাল ট্রেন এসএমভিবি বেঙ্গালুরু পর্যন্ত চলবে
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : ০৩৪০৩ ভাগলপুর – যশবন্তপুর একমুখী অসংরক্ষিত বিশেষ (যাত্রা শুরু ১২.১১.২০২৫ তারিখে) যশবন্তপুরের বদলে এসএমভিবি বেঙ্গালুরু পর্যন্ত চলবে। রাত ৯:৩০ মিনিটে ভাগলপুর থেকে ছেড়ে তৃতীয় দিনে রাত ৯:৫০ মিনিটে এসএমভিবি বেঙ্গালুরু পৌ
০৩৪০৩ ভাগলপুর-যশবন্তপুর স্পেশাল ট্রেন এসএমভিবি বেঙ্গালুরু পর্যন্ত চলবে


কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : ০৩৪০৩ ভাগলপুর – যশবন্তপুর একমুখী অসংরক্ষিত বিশেষ (যাত্রা শুরু ১২.১১.২০২৫ তারিখে) যশবন্তপুরের বদলে এসএমভিবি বেঙ্গালুরু পর্যন্ত চলবে।

রাত ৯:৩০ মিনিটে ভাগলপুর থেকে ছেড়ে তৃতীয় দিনে রাত ৯:৫০ মিনিটে এসএমভিবি বেঙ্গালুরু পৌঁছাবে। ট্রেনটি পূর্ব রেলওয়ে অধিক্ষেত্রের সুলতানগঞ্জ, জামালপুর, ধরহরা এবং আভাইপুর স্টেশনে থামবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande