
মুম্বই, ১২ নভেম্বর (হি.স.): দিল্লি বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার বোমাতঙ্ক মহানগরী এক্সপ্রেসে। বারাণসী থেকে মুম্বই গামী মহানগরী এক্সপ্রেস (ট্রেন নং ২২১৭৮) বুধবার সকালে ভুসাওয়াল স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেনে বোমা থাকার কথা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সমস্ত বগিতে তল্লাশি চালায় পুলিশ। যদিও সন্দেহজনক কিছুই মেলেনি। তল্লাশির পর ট্রেনটি আবার ছাড়া হয়। এই ঘটনার পর মহারাষ্ট্রের সব রেল স্টেশনে ‘উচ্চ সতর্কতা ’ জারি করা হয়েছে।
পুলিশ ও রেল সূত্রে জানা গেছে, ট্রেনের সাধারণ বগির মধ্যে থাকা শৌচাগারে হাতে লেখা এক বার্তা পাওয়া গিয়েছিল পাকিস্তান জিন্দাবাদ এবং ‘আইএসআই’, সঙ্গে ছিল ট্রেনে বোমা থাকার হুমকি। এই বার্তাটি প্রথমে এক যাত্রী দেখেন এবং সঙ্গে সঙ্গে ট্রেনের গার্ডকে জানানো হয়। এরপর রেলপুলিশ ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে সঙ্গে তল্লাশি চালানো হয়। কোনও সন্দেহজনক বস্তু না পাওয়ায় ফের ট্রেন মুম্বইয়ের দিকে রওনা হয়। এই ঘটনায় মহারাষ্ট্রের মুম্বই মণ্ডলের সব বড় রেল স্টেশনে সতর্কতা জারি করা হয়েছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলের তরফে সবাইকে অনুরোধ করা হয়েছে, কোনও গুজবে আতঙ্কিত না হওয়ার। এই ঘটনার পেছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা জানার জন্য সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য