৪৬ লাখেরও কাছাকাছি মৃত ভোটার, আধার কর্তৃপক্ষের তথ্য নিয়ে সহমত নির্বাচন কমিশন
কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : এই রাজ্যে তথা পশ্চিমবঙ্গে মৃত ভোটারের সংখ্যা প্রায় ৪৬ লাখেরও কাছাকাছি। অতি সম্প্রতি আধার কর্তৃপক্ষের তরফেও এই তথ্য পরিবেশন করা হয়েছে এবং তা যে সঠিক এ নিয়ে কোনওরকম সন্দেহ নেই। পরিসংখ্যান তুলে ধরেই এদিন তা স্বীকার করে ন
৪৬ লাখেরও কাছাকাছি মৃত ভোটার, আধার কর্তৃপক্ষের তথ্য নিয়ে সহমত নির্বাচন কমিশন


কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : এই রাজ্যে তথা পশ্চিমবঙ্গে মৃত ভোটারের সংখ্যা প্রায় ৪৬ লাখেরও কাছাকাছি। অতি সম্প্রতি আধার কর্তৃপক্ষের তরফেও এই তথ্য পরিবেশন করা হয়েছে এবং তা যে সঠিক এ নিয়ে কোনওরকম সন্দেহ নেই। পরিসংখ্যান তুলে ধরেই এদিন তা স্বীকার করে নিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

উল্লেখ্য, তাঁর কাছে এদিন দুপুরে বিজেপি'র তরফেও ওই বক্তব্য নথিসহ পেশ করা হয়েছে। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফেও সশরীরে দফতরে এক প্রতিনিধি দল সহ স্মারকলিপিও দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই সহমত পোষণ করেন সি ই ও।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande