জলপাইগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত গ্যারাজ
জলপাইগুড়ি, ১২ নভেম্বর (হি.স.) : বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গাড়ির মেরামতের দোকান (গ্যারাজ) পুড়ে ছাই হয়ে গেছে। জলপাইগুড়ির ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের কাছে একটি গাড়ি মেরা
জলপাইগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত গ্যারাজ


জলপাইগুড়ি, ১২ নভেম্বর (হি.স.) : বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গাড়ির মেরামতের দোকান (গ্যারাজ) পুড়ে ছাই হয়ে গেছে। জলপাইগুড়ির ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের কাছে একটি গাড়ি মেরামতের দোকান থেকে কালো ধোঁয়া বের হতে দেখে। তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয় স্থানীয় বাসিন্দারাই। খবর পেয়ে ফুলবাড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে ততক্ষণে গ্যারাজের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করছে দমকল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande