
গুয়াহাটি, ১২ নভেম্বর (হি.স.) : দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ বুধবার এক অনুষ্ঠানে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরণের প্রশংসা করছেন বা সমর্থন করছেন বা সহিংসতা ছড়ানোর বার্তা ছড়াচ্ছেন তাদের কোনও অবস্থাতেই রেহাই দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, যারা সোশ্যাল মিডিয়ায় বোমা বিস্ফোরণকে স্বাগত জানাচ্ছেন ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও হবে।
অসমে একাংশ মানুষ এমন পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যাতে সমাজের পরিবেশ নষ্ট করা যায়। তিনি বলেন, ‘কিছু মহল রাজ্যের পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে। এরা যখন বোমা দিয়ে পারে না, তখন বুলেট দিয়ে চেষ্টা করে। তাতেও না পেরে জমি জবরদখলের চেষ্টা করে। তাতেও যখন পারে না, তখন জুবিনক্ষেত্রে গিয়ে চাল-ডালের কথা বলে আমাদের সমাজকে টুকরো টুকরো করার চেষ্টা করে।’
মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আমাদের জাতিকে বিভক্ত করতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তবে আমরা কোনও অবস্থাতেই তা সফল হতে দেব না।’ তিনি বলেন, ‘রাজ্য সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং এ জাতীয় সমস্ত অসামাজিক উপাদানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস