
হাফলং (অসম), ১২ নভেম্বর (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার দুদিনের ডিমা হাসাও জেলা সফরে আসছেন অসম প্ৰদেশ কংগ্ৰস কমিটি (এপিসিসি)-র সভাপতি তথা যোরহাটের সাংসদ তথা লোকসভায় বিরোধী উপ-দলনেতা গৌরব গগৈ।
বৃহস্পতিবার গুয়াহাটি থেকে রওয়ানা হয়ে বেলা দেড়টা নাগাদ ডিমা হাসাও জেলা সদর হাফলং আসবেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ। এখানে এসে তিনি বেলা দুটায় (২:০০) হাফলং সরকারি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকাল সাড়ে চারটায় (৪:৩০) হাফলং রাজীব ভবনে জেলা কংগ্রেস, মণ্ডল কংগ্রেসের নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন গগৈ। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় (৬:৩০) হাফলং আবর্ত ভবনে জেলার সিভিল সোসাইটি এবং বিভিন্ন দল-সংগঠনের প্ৰতিনিধির সঙ্গে বৈঠকে বসবেন এপিসিসি সভাপতি।
পরেরদিন শুক্রবার সকাল সাড়ে নয়টা (৯:৩০) নাগাদ হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শন করে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি মাইবাং গিয়ে ‘ভোট চোর গদি চোর’ শীর্ষক গণস্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করার পাশাপাশি বুথ সন্মেলনে যোগদান করবেন তিনি। মাইবাঙের কার্যক্রম শেষে এদিন বেলা দুটায় মাইবাং থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হবেন অসম প্ৰদেশ কংগ্ৰস কমিটির সভাপতি গৌরব গগৈ।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব