
কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : আগামী রবিবার অর্থাৎ ১৬ নভেম্বর ঐতিহাসিক টাউন হলে চাঁদের হাট বসতে চলেছে। বিশ্বজুড়ে সাড়া জাগিয়ে তোলা জার্মান দলের প্রাক্তন অধিনায়ক লোথার ম্যাথিউজের কলকাতা সফরের খবর মিলেছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে তাঁর এই আগমন। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন উদ্যোক্তারা। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতেই উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্বকাপজয়ী জার্মানি দলের অধিনায়ক ও কিংবদন্তী এবং প্রবাদ প্রতিম ফুটবলার লোথার ম্যাথিউজ। প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড় ও ১৯৯০ সালের বিশ্বকাপ বিজয়ী জার্মানি দলের অধিনায়ক। ১৯৯২ থেকে ১৯৯৮ পর্যন্ত পরপর একটানা পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ করেন এবং সব মিলিয়ে ২৫ টি বিশ্বকাপের ম্যাচ দাপটের সঙ্গেই খেলেছেন তিনি । তৎকালীন সময়েই সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডারদের মধ্যেই অন্যতম ছিলেন তিনি। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত