
বীরভূম, ১২ নভেম্বর ( হি. স.) : -স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসে পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বীরভূম জেলার এক গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেচারাম মণ্ডল নামে ওই ব্যক্তি প্রায় ১৫ বছর আগে টিনামনি মণ্ডলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দম্পতির দুটি সন্তান রয়েছে। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু প্রায় নয় মাস আগে হঠাৎ করে টিনামনি মণ্ডল সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান।এরপর থেকেই স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে মরিয়া বেচারাম মণ্ডল থানার দ্বারস্থ হন, আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেন, এমনকি বারবার শ্বশুরবাড়িতেও যান। কিন্তু কোনও সমাধান না মেলায় শেষমেশ তিনি শ্বশুরবাড়ির দরজার সামনে বসে পড়েন ধরনায়।স্থানীয় বাসিন্দারা জানান, বেচারামবাবু সকাল থেকে নীরবে বসেছিলেন স্ত্রীর ও সন্তানদের প্রত্যাবর্তনের আশায়। খবর পেয়ে এলাকায় ভিড় জমে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনাও চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়