
গাজল, ১২ নভেম্বর ( হি. স.):- মালদা জেলার হিমঘরগুলির রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বুধবার। গাজলের আদিনা হিমঘরে আয়োজিত এই কর্মসূচিতে মালদা জেলার পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন হিমঘর মালিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।শিবিরে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি উজ্জল সাহা, দমকল দফতর ও কৃষি দফতরের ড় একাধিক আধিকারিক। তাঁরা হিমঘর পরিচালনায় নিরাপত্তা বজায় রাখা এবং প্রযুক্তিগত উন্নতির দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশ দেন।আলোচনায় গুরুত্ব দেওয়া হয় বৈদ্যুতিক যন্ত্রপাতির নিয়মিত পরিদর্শন, অগ্নিনির্বাপন ব্যবস্থার সক্রিয়তা, সঠিক সংযোগ রক্ষণাবেক্ষণ এবং সিম কার্ডের নিরাপদ ব্যবহার নিয়ে। এছাড়াও হিমঘরে বিদ্যুৎ বিভ্রাট বা শর্ট সার্কিট এড়াতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়।উজ্জল সাহা বলেন, “এই প্রশিক্ষণ শিবির হিমঘর মালিক ও কর্মীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে সচেতন করবে। এতে দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে।” শিবির শেষে অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সংক্রান্ত সনদও তুলে দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়