

ওয়াশিংটন, ১২ নভেম্বর (হি.স.): আমেরিকার ভেটেরান্স ডে উদ্যাপন মঙ্গলবার (ভারতীয় সময় অনুসারে বুধবার ) ভিন্ন মাত্রা পেল। আমেরিকার ভেটেরান্স ডে-তে একসুরে দেশপ্রেমের বার্তা দিলেন ট্রাম্প-ওবামা। আরলিংটন ন্যাশনাল সিমেট্রিতে শহীদ জওয়ানদের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, “দেশের জন্য আত্মবলিদান করা জওয়ানদের অবদান কখনও মুছে যাবে না।”
অন্যদিকে, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রবীণ প্রাক্তন জওয়ানদের একটি অনুষ্ঠানে হাজির হয়ে বলেন, “আপনাদের ত্যাগের ঋণ শোধ করা সম্ভব নয়, কৃতজ্ঞতা জানাই।” আমেরিকার বর্তমান ও প্রাক্তন দুই প্রেসিডেন্টই আমেরিকার জওয়ানদের অবদানের প্রতি শ্রদ্ধা আর ঐক্যের আহ্বান জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য