
কলকাতা, ১২ নভেম্বর ( হি. স. ) : দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ প্রগ্রেসিভ কন্ট্রাক্টর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল কলকাতার চেতলা অহীন্দ্র মঞ্চে। এই উৎসবমুখর পরিবেশে অর্থনৈতিক ভাবে দুর্বল মেধাবী ছাত্র - ছাত্রীদের হাতে ছাত্রবৃত্তি প্রদান এবং থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্যে রক্তের কার্ড ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এদিন ওই সাহায্য তুলে দেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নিলীমা মিস্ত্রি ও সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা, নারী ও শিশু বিভাগের কর্মাধ্যক্ষ শচী নষ্কর, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল প্রমুখ। উল্লেখ্য, এ বছর ছাত্রবৃত্তি লাভ করে দক্ষিণ ২৪ পরগণার মেধাবী ছাত্র অর্ণব মণ্ডল। সংস্থার পক্ষ থেকে তাঁকে শিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। সংগঠনের সভাপতি প্রদীপ দত্ত ও যুগ্ম সম্পাদক তপন কুমার দত্ত একযোগে জানান, দক্ষিণ ২৪ পরগণা জেলার ঠিকাদারদের আর্থিক সহায়তায় এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতিটি প্রতিভাবান ছাত্রছাত্রী আর্থিক অসুবিধার কারণে শিক্ষার আলো থেকে যেন বঞ্চিত না হয়, এটাই প্রধান ও প্রথম লক্ষ্য ।
সেইসঙ্গে ওই অনুষ্ঠানে সংস্থার যুগ্ম সম্পাদক শম্ভু রায়, সাংস্কৃতিক সম্পাদক অসিত পালিত, কোষাধ্যক্ষ সতীনাথ হালদার সহ অন্যান্য সদস্যরা হাজির ছিলেন ।
সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য, যিনি তাঁর মনোমুগ্ধকর কণ্ঠে সঙ্গীত পরিবেশনে দর্শকদের মুগ্ধ করেন। ওই বিজয়া সম্মিলনী কেবলমাত্র উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে ধরা দিচ্ছে। সংস্থার পক্ষে জানানো হয়, আগামীদিনেও এই ধরনের ছাত্রবৃত্তি ও সমাজকল্যাণ মূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত