ছয় সিপিএম কর্মীকে খুনের ঘটনায় ৪৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডে নির্দেশ আদালতের
ঝাড়গ্রাম, ১২ নভেম্বর ( হি: স): বত্রিশ বছর আগে ছয়জন সিপিএম কর্মীকে খুনের ঘটনায় ৪৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডে নির্দেশ দিল আদালত। ১৯৯৩ সালের ৮ মে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার দিয়াশি গ্রাম লাগোয়া এঠেলার জঙ্গলে ছয় জন সিপিএম কর্মীকে অপ
ছয় সিপিএম কর্মীকে খুনের ঘটনায় ৪৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডে নির্দেশ আদালতের


ঝাড়গ্রাম, ১২ নভেম্বর ( হি: স): বত্রিশ বছর আগে ছয়জন সিপিএম কর্মীকে খুনের ঘটনায় ৪৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডে নির্দেশ দিল আদালত।

১৯৯৩ সালের ৮ মে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার দিয়াশি গ্রাম লাগোয়া এঠেলার জঙ্গলে ছয় জন সিপিএম কর্মীকে অপহরণ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বত্রিশ বছর আগের সেই ঘটনায় বুধবার ঝাড়গ্রাম জেলা আদালতের বিচারক যাবজ্জীবন সাজা ঘোষণা করেন।

এদিন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ছাড়াও আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে সাড়ে চারটে নাগাদ সাজা ঘোষণা করেন বিচারক। প্রসঙ্গত, বিচারক ১০ নভেম্বর ৪৫ জনকে দোষী সাব্যস্ত করেন। এরপর এদিন প্রতিটি ধারায় সাজা ঘোষণা করেন বিচারক।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande