
কলকাতা, ১২ নভেম্বর, (হি.স.): যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি অটল প্রতিশ্রুতি জোরদার করতে পূর্ব রেল সর্বক্ষণ তার সমগ্র নেটওয়ার্ক জুড়ে নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার রাখছে।
এ কথা জানিয়ে পূর্ব রেলের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১০ নভেম্বর দিল্লির লাল কিলা (লাল কেল্লা) মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। পূর্ব রেল তার এক্তিয়ার জুড়ে তীব্র নাশকতা বিরোধী এবং নিরাপত্তা তল্লাশি শুরু করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, রেল সুরক্ষা বাহিনী (RPF) যাত্রী এবং অংশীদারদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার জন্য উচ্চ সতর্কতায় নিরলসভাবে কাজ করছে। যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সনাক্ত এবং প্রতিরোধ করার জন্য ডগ স্কোয়াডের সহায়তা নেওয়া হচ্ছে। ট্রেন, প্ল্যাটফর্ম, সার্কুলেটিং এরিয়া, অপেক্ষাগৃহ এবং পার্সেল/লাগেজ বিভাগে দিনরাত সূক্ষ্ম পরিদর্শন করা হচ্ছে।
সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) সাথে নিবিড় সমন্বয়ে আরপিএফ অফিসার ও কর্মীদের একটি দল হাওড়া, বর্ধমান, শিয়ালদহ, কলকাতা টার্মিনাল, মালদা টাউন, আসানসোল, ভাগলপুর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করছে। রেলের সম্পত্তি এবং ভ্রমণকারী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাত্রী এলাকা এবং সংবেদনশীল অঞ্চলগুলিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত