
আগরতলা, ১২ নভেম্বর (হি.স.) : দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার ত্রিপুরার সমগ্র শিক্ষার শিক্ষকরা এবার নিয়মিতকরণের দাবিতে ফের পথে নামলেন। বুধবার ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল করা হয়। পরবর্তীতে সংগঠনের প্রতিনিধিদল প্রাথমিক শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে।
সংগঠনের অভিযোগ, রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকরা বহু বছর ধরে একই কর্মে নিয়োজিত থেকেও নিয়মিতকরণের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হলেও তাতে কোনও ইতিবাচক ফল মেলেনি। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি উচ্চ আদালতের দ্বারস্থ করা হয়।
উল্লেখযোগ্যভাবে, ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সমগ্র শিক্ষার শিক্ষকদেকে ডি.এল.এড ও টেট ছাড়াই নিয়মিত করার নির্দেশ প্রদান করে। তবে রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে।
ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের সচিব নান্টু দাস জানান, “হাইকোর্টের নির্দেশ শিক্ষকদের পক্ষে হলেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের বিপক্ষ অবস্থান নিয়েছে। আমাদের আর্থিকভাবে সুপ্রিম কোর্টে মামলা চালানোর সামর্থ্য নেই। তাই আমরা চাই, রাজ্য সরকার যেন অবিলম্বে এসএলপি প্রত্যাহার করে আমাদের নিয়মিতকরণের ব্যবস্থা গ্রহণ করে।”
জানা গেছে, আগামী ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানি নির্ধারিত রয়েছে। তার আগেই সরকারের কাছে এসএলপি প্রত্যাহারের দাবি জানিয়ে বুধবারের এই ডেপুটেশন প্রদান করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ