এনডিএ সরকার নিষ্ঠার সঙ্গে সব প্রতিশ্রুতি পূরণ করবে : অমিত শাহ
নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): একে একে প্রকাশ্যে আসছে চূড়ান্ত ফল! আরও চওড়া নীতীশ-বিজেপি জোটের হাসি, ক্রমে ফ্যাকাশে হচ্ছে ‘মহাগঠবন্ধন’। এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ জানালেন, এনডিএ সরকার নিষ্ঠার সঙ্গে সব প্রতিশ্রু
অমিত শাহ


নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): একে একে প্রকাশ্যে আসছে চূড়ান্ত ফল! আরও চওড়া নীতীশ-বিজেপি জোটের হাসি, ক্রমে ফ্যাকাশে হচ্ছে ‘মহাগঠবন্ধন’। এমতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ জানালেন, এনডিএ সরকার নিষ্ঠার সঙ্গে সব প্রতিশ্রুতি পূরণ করবে। অমিত শাহ এক্স মাধ্যমে জানিয়েছেন, আমি বিহারের জনগণকে, বিশেষ করে আমাদের মা ও বোনদের আশ্বস্ত করছি, মোদীজির নেতৃত্বে আপনারা যে আশা ও বিশ্বাস নিয়ে এনডিএকে এই জনাদেশ দিয়েছেন, সেই আশা ও বিশ্বাসের সঙ্গে এনডিএ সরকার আরও বেশি নিষ্ঠার সঙ্গে তা পূরণ করবে।

অমিত শাহ আরও জানান, বিহারের জনগণের প্রতিটি ভোট ভারতের নিরাপত্তা ও সম্পদ নিয়ে খেলাকারী অনুপ্রবেশকারীদের এবং তাদের সহানুভূতিশীলদের বিরুদ্ধে মোদী সরকারের নীতির প্রতি বিশ্বাসের প্রতীক। ভোট ব্যাংকের জন্য যারা অনুপ্রবেশকারীদের রক্ষা করে তাদের জনগণ উপযুক্ত জবাব দিয়েছে। বিহারের জনগণ সমগ্র দেশের মনোভাব প্রকাশ করেছে যে, ভোটার তালিকার শুদ্ধিকরণ বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে রাজনীতির কোনও স্থান নেই। এই কারণেই, রাহুল গান্ধীর নেতৃত্বে, কংগ্রেস দল এখন বিহারে শেষ অবস্থানে পৌঁছেছে।

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande