বিহারে ৫০টি আসনে জয় ঘোষণা; ঐতিহাসিক জয়ের পথে এনডিএ, ধরাশায়ী মহাজোট
পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে ঐতিহাসিক জয়ের পথে এনডিএ। এখনও পর্যন্ত ৫০টি আসনে জয় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিজেপি জিতেছে ২৬টি আসনে, এগিয়ে ৬৬টি আসনে। জেডিইউ ১২টিতে জয়ী, এগিয়ে ৭১টি আসনে, আরজেডি জয়ী ৫টি আসনে এবং ২১টিতে এগিয়ে। এলজেপি (আরভি) ২টিতে
‘টাইগার জিন্দা হ্যায়’, নীতীশের নামে পোস্টার; উল্লাসে জেডিইউ


পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে ঐতিহাসিক জয়ের পথে এনডিএ। এখনও পর্যন্ত ৫০টি আসনে জয় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিজেপি জিতেছে ২৬টি আসনে, এগিয়ে ৬৬টি আসনে। জেডিইউ ১২টিতে জয়ী, এগিয়ে ৭১টি আসনে, আরজেডি জয়ী ৫টি আসনে এবং ২১টিতে এগিয়ে। এলজেপি (আরভি) ২টিতে জয়ী এবং ১৭টি আসনে এগিয়ে। কংগ্রেস ১টি আসনে জয়ী এবং ৪টিতে এগিয়ে। বিকেল পাঁচটায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, এআইএমআইএম তিনটিতে জয়ী এবং ২টিতে এগিয়ে এবং হিন্দুস্তানী আওয়াম মোর্চা ১টিতে জয়ী এবং ৪টি আসনে এগিয়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande