শ্রাবস্তীতে বন্ধ ঘর থেকে দম্পতি ও তিন সন্তানের দেহ উদ্ধার
লখনউ, ১৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের শ্রাবস্তী জেলায় শুক্রবার একটি বন্ধ বাড়ির ভিতর থেকে এক দম্পতি সহ তিন সন্তানের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী প্রথমে স্ত্রী-সন্তানদের খুন করে পরে নিজে আত্মহত্যা করে
শ্রাবস্তীতে বন্ধ ঘর থেকে দম্পতি ও তিন সন্তানের দেহ উদ্ধার


লখনউ, ১৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের শ্রাবস্তী জেলায় শুক্রবার একটি বন্ধ বাড়ির ভিতর থেকে এক দম্পতি সহ তিন সন্তানের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী প্রথমে স্ত্রী-সন্তানদের খুন করে পরে নিজে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, কৈলাসপুর বানকাট গ্রাম পঞ্চায়েতের মাজরা লিয়াকত পূর্বা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রীর পিতৃগৃহে যাওয়া নিয়ে জেদ করায় পরিবারের মধ্যে কলহ চলছিল। সেই বিরোধ থেকেই এই নৃশংস ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টই মৃত্যুর আসল কারণ স্পষ্টতা জানা যাবে। এই হৃদয়বিদারক ঘটনা নিয়ে এলাকায় শোকের ছায়া। এক পুলিশ আধিকারিক জানান, মৃতরা হল রোজ আলি (৩২), তাঁর স্ত্রী শাহনাজ (৩০) এবং তাঁদের তিন সন্তান গুলনাজ (১১), তসব্বুম (১০) ও দেড় বছরের মোঈন। ঘরের দরজা ভেঙে ঢোকার পর দেখা যায়, রোজ আলি দড়িতে ঝুলছেন, আর স্ত্রী ও সন্তানরা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande