অনিল আম্বানির ভার্চুয়াল উপস্থিতির আবেদন খারিজ ইডি’র
নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের তদন্তে তলব করা হলেও ব্যক্তিগতভাবে হাজির হননি রিলায়্যান্স এডিএজি প্রধান অনিল আম্বানি। তিনি ডিজিটাল মাধ্যমে জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার অনুরোধ করেছিলেন, যা শুক্রবার খারিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক
অনিল আম্বানির ভার্চুয়াল উপস্থিতির আবেদন খারিজ ইডি’র


নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের তদন্তে তলব করা হলেও ব্যক্তিগতভাবে হাজির হননি রিলায়্যান্স এডিএজি প্রধান অনিল আম্বানি। তিনি ডিজিটাল মাধ্যমে জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার অনুরোধ করেছিলেন, যা শুক্রবার খারিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

জানা গেছে , দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির ইডি দফতরে ডাকা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি সেখানে পৌঁছননি। ই-মেলের মাধ্যমে অনিল আম্বানি জানান, তিনি ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হতে চান এবং তদন্তে ‘পূর্ণ সহযোগিতা’ করবেন।

অনিল আম্বানির মুখপাত্র এক বিবৃতিতে জানান , এই তলব মানি লন্ডারিং নয়, বরং আর্থিক তছরুপ প্রতিরোধ আইন সংক্রান্ত। ইডি ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের আবেদন খারিজ করায় এখন তাঁর শারীরিকভাবে হাজির হওয়াই একমাত্র বিকল্প।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande