বিহারে জাদুসংখ্যা পেরিয়ে গেল এনডিএ, বিরাট জয়ের দিকে শাসক জোট
পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে জাদুসংখ্যা পেরিয়ে গেল এনডিএ। বিরাট জয়ের পথে এনডিএ জোট। বিহারে ইতিমধ্যেই ১৪০টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। এর মধ্যে বিজেপি ৫৯টি আসনে এগিয়ে, জেডিইউ ৬২টি আসনে, এলজেপি (আরভি) ১৫টি আসনে এগিয়ে রয়েছে, এছাড়াও হিন্দুস্তানি আওয়া
বিহারে জাদুসংখ্যা পেরিয়ে গেল এনডিএ, বিরাট জয়ের দিকে শাসক জোট


পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে জাদুসংখ্যা পেরিয়ে গেল এনডিএ। বিরাট জয়ের পথে এনডিএ জোট। বিহারে ইতিমধ্যেই ১৪০টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। এর মধ্যে বিজেপি ৫৯টি আসনে এগিয়ে, জেডিইউ ৬২টি আসনে, এলজেপি (আরভি) ১৫টি আসনে এগিয়ে রয়েছে, এছাড়াও হিন্দুস্তানি আওয়াম মোর্চা ৪টি আসনে এগিয়ে। অন্যদিকে, বিরোধীদের মহাজোট এগিয়ে রয়েছে ৪৬টি আসনে। কংগ্রেস ১০টি আসনে, আরজেডি ৩৪ এবং সিপিআইএম (এল) দু'টি করে আসনে এগিয়ে রয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনের ভোটগণনা এখনও চলছে। জিততে দরকার ১২২টি আসনে জয়, যা ইতিমধ্যেই এনডিএ এগিয়ে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande