
নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লেখেন, পণ্ডিত জওহরলাল নেহরুকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
কংগ্রেস নেতৃত্বও পণ্ডিত জওহরলাল নেহরুকে শ্রদ্ধা জানিয়েছে। এদিন সকালে দিল্লির শান্তি ভানে গিয়ে নেহরুকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল প্রমুখ। উপস্থিত ছিলেন আরও অনেক কংগ্রেস নেতৃত্ব।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা