
পাটনা, ১৪ নভেম্বর (হি.স.): বিহারে মহাজোটের পরাজয় যখন নিশ্চিত, এমন সময়ে নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আক্রমণ শানালো কংগ্রেস। শুক্রবার কংগ্রেস নেতা পবন খেরা বলেন, বিহারের ভোট জ্ঞানেশ ও দেশের জনগণের মধ্যে ছিল।
পবন খেরা শুক্রবার বিহারে ভোটের ফল ঘোষণার দিন বলেন, আমি যেমন বলেছি, প্রাথমিক প্রবণতাগুলি দেখিয়ে দিচ্ছে যে, জ্ঞানেশ কুমার বিহারের জনগণের বিরুদ্ধে।।তিনি সফল হচ্ছেন। এই লড়াই বিজেপি, কংগ্রেস, আরজেডি এবং জেডিইউর মধ্যে নয়। এটি জ্ঞানেশ কুমার এবং ভারতের জনগণের মধ্যে সরাসরি লড়াই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা