বিহারের মানুষ বিরোধী জোটের জঙ্গলরাজ এবং দুর্নীতিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে : নাড্ডা
নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এনডিএ-র এই জয়ের জন্য বিহারের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিরোধী জোটকে তীব্র নিশানা করে নাড্ডা বলেন, বিহারের জনগণ বিরোধী জো
বিহারের মানুষ বিরোধী জোটের জঙ্গলরাজ এবং দুর্নীতিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে: নাড্ডা


নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এনডিএ-র এই জয়ের জন্য বিহারের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিরোধী জোটকে তীব্র নিশানা করে নাড্ডা বলেন, বিহারের জনগণ বিরোধী জোটের জঙ্গলরাজ এবং দুর্নীতিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার এক্স হ্যান্ডেলে জেপি নাড্ডা লিখেছেন, বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) যে ঐতিহাসিক জনসমর্থন পেয়েছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনা এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমুখী এবং জনকল্যাণমূলক নীতির প্রতি জনগণের বিশ্বাসের প্রমাণ।

এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে যে বিহারের জনগণ বিরোধী মহাজোটের জঙ্গলরাজ এবং দুর্নীতিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে এবং এনডিএ-র সুশাসন, স্থিতিশীলতা এবং উন্নয়নকে গ্রহণ করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande