আরও ১৬ বাংলাদেশি অনুপ্ৰবেশকারীকে শ্ৰীভূমির সীমান্ত দিয়ে পুশব্যাক আসাম পুলিশের
গুয়াহাটি, ২ নভেম্বর (হি.স.) : নয় (৯) তরুণী-মহিলা, এক কোলের শিশু সহ আরও ১৬ জন বাংলাদেশি অনুপ্ৰবেশকারীকে শ্রীভূমি জেলার সীমান্ত দিয়ে পুশব্যাক করেছে আসাম পুলিশ। অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর চলমান অভিযানে শ্রীভূমি পুলি
১৬ জন বাংলাদেশি অনুপ্ৰবেশকারীকে পুশব্যাক আসাম পুলিশের


গুয়াহাটি, ২ নভেম্বর (হি.স.) : নয় (৯) তরুণী-মহিলা, এক কোলের শিশু সহ আরও ১৬ জন বাংলাদেশি অনুপ্ৰবেশকারীকে শ্রীভূমি জেলার সীমান্ত দিয়ে পুশব্যাক করেছে আসাম পুলিশ। অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর চলমান অভিযানে শ্রীভূমি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী ড. শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে অনুপ্রবেশকারীদের ছবি সহ এ খবর দিয়ে বলেছেন, ‘‘বাংলাদেশ থেকে আগত ষোলোজন অবৈধ অভিবাসী যারা ‘বদ মতলব’-এ অসমে প্রবেশ করেছিল, তাদের রাজ্য কর্তৃপক্ষ (পুলিশ) ফেরত পাঠিয়েছে। এতে একটি শক্তিশালী বার্তা পাঠানো হয়েছে যে, ‘মিয়াঁভাই কী সাহসী’ অসমে চলবে না।’’

এদিকে রাজ্য পুলিশের আধিকারিক সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রবিবার ভোররাতে শ্রীভূমি জেলা পুলিশ দল দ্রুত অভিযান চালিয়ে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ১৬ জন বাংলাদেশি নাগরিককে পাকড়াও করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে কোনও বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি। চোরাই পথে তারা অসমের শ্রীভূমি ভূখণ্ডে প্রবেশ করেছে বলে স্বীকার করার পর তাদের সীমান্ত দিয়ে সবাইকে তাদের দেশ বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে পুলিশ।

পুলিশের সন্দেহ, অনুপ্রবেশকারীরা একটি বৃহত্তর ক্রসবর্ডার নেটওয়ার্কের অংশ ছিল। তাদের রুট এবং সাহায্যকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে জানিয়ে পুলিশের সূত্রটি জানিয়েছে, অনুপ্রবেশের প্রচেষ্টা ঠেকাতে ঝুঁকিপূর্ণ অংশে বিএসএফ-এর পাশাপাশি জোরদার সীমান্ত-টহল অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande