বেঙ্গালুরুতে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু দম্পতির, আহত আরও দু'জন
নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): বেঙ্গালুরুতে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হলো এক দম্পতির| দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে| পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ধাক্কা মারে একটি অ্যাম্বুল্যান্স। বেঙ্গালুরুর
বেঙ্গালুরুতে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু দম্পতির, আহত আরও দু'জন


নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): বেঙ্গালুরুতে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হলো এক দম্পতির| দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে| পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ধাক্কা মারে একটি অ্যাম্বুল্যান্স। বেঙ্গালুরুর এই ঘটনায় এক দম্পতির ঘটনাস্থলেই মৃত্যু হয়। শনিবার রাত ১১টা নাগাদ শহরের রিচমন্ড সার্কেলের কাছে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সটি তীব্র গতিতে এসে তিনটি বাইকে ধাক্কা দেয়। একটি বাইককে কয়েক মিটার টেনে নিয়ে এগিয়ে যায়| বাইকে থাকা দম্পতি গুরুতর আহত হন| পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের| জানা গেছে ওই দম্পতির নাম ইসমাইল ও শামিন বাণু| ঘটনায় আরো দুজন আহত হন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande