
রামকৃষ্ণনগর (অসম), ২ নভেম্বর (হি.স.) : শ্ৰীভূমি জেলান্তৰ্গত রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে একই রতে গবাদি পশু সহ গৃহস্থদের বাড়িঘরে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
প্রাপ্ত খবরে প্রকাশ, একই রাতে রাতাবাড়ি এবং রামকৃষ্ণনগর থানার অন্তৰ্গত বিভিন্ন এলাকায় সংগঠিত পৃথক পৃথক ঘটনায় সাতটি গরু, লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্ৰী চুরি করে পালিয়ে গেছে দুষ্কৃতীর দল।
জানা গেছে, রাতাবাড়ি থানাধীন ফানাইরবন্দ গ্রামের জনৈক বিজয়কুমার রবিদাসের গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়েছে। গরুগুলির আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। এছাড়া একই থানাধীন গম্ভীরা কলোনির জনৈক মণ্টু নাথের দুটি বলদ এবং রায়পুরের ননী দেবনাথের দুটি মূল্যবান গাভী চুরি করেছে চোরের দল। ঘটনার খবর পেয়ে রাতাবাড়ি থানাধীন চেরাগি ফাঁড়ি থেকে পুলিশের দল গিয়ে তদন্ত-অভিযান শুরু করেছে।
এদিকে, রামকৃষ্ণনগর থানাধীন লক্ষ্মীনগরের বাসিন্দা অবসরপ্ৰাপ্ত শিক্ষক কল্যাণ চক্ৰবৰ্তীর বাড়িতেও হানা দিয়েছিল চোরের দল। কল্যাণ চক্রবর্তীর বসতঘরের তালা ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার, অন্যান্য মূল্যবান সামগ্ৰী এবং নগদ প্ৰায় চার হাজার টাকা লুট করা হয়েছে। গত রাতে ঘরের দরজায় তালা সেঁটে অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন চক্রবর্তী। সকালে বাড়ি ফিরে তালা ভাঙা ঘরের ঢুকে তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়। ঘরের দুটি স্টিল আলমিরা ভেঙে স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী চুরি করেছে চোরের দল।
ঘটনার খবর দেওয়া হয় রামকৃষ্ণনগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের দল। তাঁরা ঘটনাস্থল থেকে চোরেদের ব্যবহৃত একটি লোহার শাবল বাজেয়াপ্ত করে তদন্ত করছেন তাঁরা।
এদিকে ওই এলাকার একটি জায়গায় এক ব্যক্তি দুটি গরু নিয়ে যাচ্ছে দেকে স্থানীয়রা তাকে আটক করেছেন। তবে গরুগুলি চুরির কি না তা এ খবর লেখা পর্যন্ত স্পষ্ট হয়নি।
এলাকায় একের পর চুরির ঘটনায় জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবিলম্বে চোরচক্ৰকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং চুরিকৃত সামগ্ৰী উদ্ধার করতে পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস