ঠাকুরপুকুরে স্ত্রীকে খুনের অভিযোগ, আত্মসমর্পণ স্বামীর
কলকাতা, ২ নভেম্বর (হি.স.): সম্পর্কের টানাপোড়েনের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পরে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার আনন্দনগরে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মিলন বালা ও তার স্ত্রী কাজলের মধ্যে কয়
ঠাকুরপুকুরে স্ত্রীকে খুনের অভিযোগ, আত্মসমর্পণ স্বামীর


কলকাতা, ২ নভেম্বর (হি.স.): সম্পর্কের টানাপোড়েনের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পরে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার আনন্দনগরে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মিলন বালা ও তার স্ত্রী কাজলের মধ্যে কয়েক বছর ধরে সম্পর্কে টানাপড়েন চলছিল। শনিবার রাতেও দম্পতির মধ্যে বচসা হয়। অভিযোগ, বচসা চলাকালীন মিলন পাথর দিয়ে মেরে কাজলকে খুন করে। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। অভিযুক্ত মিলনকে আটক করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande