শহুরে নকশালদের রাতের ঘুম উড়ে গিয়েছে, মন্তব্য প্রধানমন্ত্রীর
নওয়াদা, ২ নভেম্বর (হি.স.): বিহারে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, শহরে বসবাসকারী শহুরে নকশালদের রাতের ঘুম উড়েছে। এই দেখে যে মাওবাদীরা, যারা একসময় অস্ত্র বহন করত, তারা এখন তাদের হাতে সংবিধান বহন করছে। রবিবার বিহারের নওয়াদার ন
প্রধানমন্ত্রী


নওয়াদা, ২ নভেম্বর (হি.স.): বিহারে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, শহরে বসবাসকারী শহুরে নকশালদের রাতের ঘুম উড়েছে। এই দেখে যে মাওবাদীরা, যারা একসময় অস্ত্র বহন করত, তারা এখন তাদের হাতে সংবিধান বহন করছে। রবিবার বিহারের নওয়াদার নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, আরজেডি এবং কংগ্রেস সদস্যরা ছটি মাইয়ার পূজাকে একটি কৌশল, একটি নাটক বলে অভিহিত করেছেন। এই লোকজনের সূর্য দেবের শক্তি সম্পর্কে কোনও ধারণা নেই। আমাদের সরকার সূর্য দেবের শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে নিযুক্ত। যারা দিল্লি এবং অন্যান্য বড় শহর থেকে নির্বাচনের মরশুম উপভোগ করতে এসেছেন, আমি তাদেরও বলতে চাই যে নওয়াদায় ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রটি দেখতে যান।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande