গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫
পানাজি, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তর গোয়ার আরপোরার নৈশক্লাবে শনিবার রাতে পার্টি চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ড। আচমকা সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় ক্লাবের একতলার রান্নাঘরে। তাতে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। অধিকাংশই ওই নৈশক্লাবের কর্মী এবং ঘটনার সময
গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫


পানাজি, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তর গোয়ার আরপোরার নৈশক্লাবে শনিবার রাতে পার্টি চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ড। আচমকা সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় ক্লাবের একতলার রান্নাঘরে। তাতে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। অধিকাংশই ওই নৈশক্লাবের কর্মী এবং ঘটনার সময় আটকে পড়েছিলেন রান্নাঘরে। তবে মৃতদের মধ্যে তিন থেকে চার জন পর্যটকও রয়েছেন বলে জানা যাচ্ছে। গোয়া পুলিশ জানিয়েছে - উত্তর গোয়ার আরপোরার বির্চ রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪ জন পর্যটক, ১৪ জন কর্মী এবং ৭ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ৬ জন আহত হয়েছেন এবং তাঁদের চিকিৎসা চলছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এবং দমকল বিভাগের তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোয়ার ডিজিপি অলোক কুমার বলেছেন, আরপোরার একটি রেস্তোরাঁ-কাম-ক্লাবে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। শনিবার রাত ১২.০৪ মিনিটে, পুলিশ কন্ট্রোল রুম আগুন লাগার খবর পায় এবং পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে এবং সমস্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত করবে এবং আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেব। রাতেই ঘটনাস্থলে যান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি বলেন, গোয়ার মতো পর্যটন রাজ্যের জন্য এই ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। সরকার এই ঘটনার তদন্ত করবে। তদন্তে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনের আওতায় কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় জনপ্রিয় নৈশক্লাব বির্চ। শনিবার রাত ১২টার পরে সেখানে আচমকা আগুন লেগে যায়। তখন রাতের অনুষ্ঠান চলছিল। ক্লাবে অনেক পর্যটকও ছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার ফেটেই এমন অগ্নিকাণ্ড। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। আগুন লাগার খবর পেয়ে সাধারণ মানুষ এবং অধিকাংশ পর্যটককে ক্লাব থেকে নিরাপদে বার করে আনা হয়। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং দমকল। দমকলের একাধিক ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে রবিবার ভোর হয়ে গিয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande