
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর হি.স.): দিল্লির বাতাস মন্দের ভালো! রবিবার সকালেও ঘন কুয়াশায় ঢাকা ছিল রাজধানী দিল্লি। এ দিন দিল্লির বিভিন্ন স্থানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ‘খুব খারাপ’। কিন্তু শনিবারের থেকে তা ‘সামান্য ভালো’। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের সকাল ৭টার দেওয়া তথ্য অনুযায়ী, মুন্ডকা এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ দিন ছিল ৩৬৫। শহরের ৩৯টি মনিটরিং স্টেশনের মধ্যে বাতাসের গুণমান সবথেকে খারাপ এই স্টেশনেই।
ধোঁয়াশায় মোড়া ছিল ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ। সেখানে বাতাসের গুণগতমানের সূচক ছিল ২৭৮। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২৭ এবং আইটিও এলাকাতেও বাতাসের গুণমান সূচক ছিল ৩২৭। এক মাসেরও বেশি সময় হয় গেল দিল্লির বাতাসের গুণমান এখন খারাপ পর্যায়েই রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা