
কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): “সনাতনীদের একটি বিশাল সমাবেশের সাক্ষী থাকল আজ পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ, আমিও যার সাক্ষী থাকতে পেরে ধন্য।” রবিবার এই প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
৩ মিনিট ২১ সেকেণ্ডের ভিডিয়ো যুক্ত করে এক্সবার্তায় তিনি লিখেছেন, “আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদ এর উদ্যোগে ‘৫ লক্ষ কন্ঠে পবিত্র গীতা পাঠ’+অনুষ্ঠান অনুষ্ঠিত হল। গোটা ব্রিগেড ছিল আজ গেরুয়াময়। শঙ্খনাদ, উলুধ্বনী এবং পবিত্র গীতার শ্লোকে আজ মুখোরিত হয়েছে কল্লোলিনী কলকাতার আকাশ বাতাস। শ্রদ্ধাস্পদ প্রাতঃস্মরণীয় সাধুসন্তদের উপস্থিতিতে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠে অংশগ্রহণ এক অনন্য অনুভূতি। হিন্দু বিশ্বজুড়ে গীতার অমোঘ বাণী ছড়িয়ে পড়ুক, সনাতনের বাণী ছড়িয়ে পড়ুক।
জয় গীতা।
জয় সনাতনের জয়।”
এর আগে, এদিন সকালে তিনি এক্সবার্তায় লিখেছিলেন, “আজ সকাল ৯ টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদ এর উদ্যোগে ‘৫ লক্ষ কন্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমি এই মহতী পবিত্র অনুষ্ঠানের সাফল্য কামনা করি ও উদ্যোক্তাদের শুভকামনা জানাই।।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত