
কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): “পশ্চিমবঙ্গ ও কলকাতার মানুষকে আমাদের অন্তরের ধন্যবাদ। সংনাতন ঐক্যই এই দেশ ও বিশ্বের শান্তির সর্বোচ্চ পথ। ভারতে চাই ‘সনাতনি’, চাই না ‘টানাটানি’। ভারতে চাই ‘ভগবা-এ-হিন্দ’, চাই না ‘গজবা-এ-হিন্দ’।” রবিবার এই মন্তব্য করলেন আচার্য ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী।
রবিবার কলকাতার ব্রিগেডে হয়ে গেল পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। এই মহাসমাবেশের সঙ্গেই তুলনা টানলেন মহাকুম্ভের সঙ্গে। তাঁর কথায়, “আজ কলকাতার পবিত্র ভূমিতে পাঁচ লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করলেন। যে উচ্ছ্বাস, যে ভক্তির জোয়ার চোখে পড়ল, তাতে মনে হচ্ছিল যেন কলকাতায় মহাকুম্ভ বসেছে।”
গীতাপাঠে এমন বিপুল জনসমাগম দেখে বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানান শাস্ত্রী।
বিধায়ক হুমায়ুন কবীরের ‘বাবরি মসজিদের শিলান্যাস’ নিয়ে প্রশ্ন উঠতেই শাস্ত্রীর মন্তব্য, “যাঁর যা ভক্তি, তিনি নিজের বিশ্বাস অনুযায়ী গ্রহণ করতে পারেন। এতে কোনও অপরাধ নেই। কিন্তু আমাদের ভগবান রামচন্দ্র সম্পর্কে কেউ মন্তব্য করলে সেটা বরদাস্ত করা হবে না। মন্দির তৈরির সময় যদি কেউ কটাক্ষ করে, তার দাম্ভিকতাই প্রকাশ পাবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত