
রায়পুর, ৭ ডিসেম্বর (হি. স.): ছত্তিশগড়ের যশপুর জেলায় শনিবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের। মহানগরের ৪৩-এর পাত্রাতোলির এলাকার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় দ্রুতগতির একটি গাড়ি। ধাক্কার অভিঘাতে গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা পাঁচ জনই।
রবিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়িটি কুঙ্কুরি থেকে যশপুরের দিকে যাচ্ছিল। দুলদুলা থানার অন্তর্গত এলাকায় পৌঁছনোর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মৃতেরা সকলেই যশপুর জেলার চরাইদণ্ড এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এক আধিকারিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য