
উজ্জয়িনী, ৭ ডিসেম্বর (হি.স.): নতুন বছর ২০২৬ উপলক্ষে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করতে ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনলাইন বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে দর্শন ও ভস্ম আরতি শুধুমাত্র অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে করা যাবে।
রবিবার মন্দির কমিটি সূত্রে জানা গেছে, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জন্য দর্শন পথও বদলানো হয়েছে| মন্দির কমিটি জানিয়েছে, ভক্তরা ত্রিবেণী মিউজিয়াম থেকে প্রবেশ করে মহাকাললোক, মানসরোবর, গণেশ মণ্ডপ হয়ে এক্সিট টানেল দিয়ে বের হবেন।
এছাড়াও নববর্ষ উপলক্ষে লাড্ডু প্রসাদের পরিমানও বাড়ানো হচ্ছে। সাধারণ দিনে ৩০–৪০ কুইন্টাল লাড্ডু তৈরি হয়, নববর্ষে উপলক্ষে তা বাড়িয়ে ৫০ কুইন্টালের বেশি করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য