
শ্রীনগর, ৭ ডিসেম্বর (হি.স.): শীতের কাশ্মীর ঠান্ডায় জবুথবু। ঠান্ডায় কাঁপছে শ্রীনগর, অত্যধিক ঠান্ডা পহেলগাম ও গুলমার্গে। শ্রীনগর-সহ কাশ্মীরের অধিকাংশ স্থানেই শৈত্যপ্রবাহ চলছে। কাশ্মীর উপত্যকায় প্রায় সর্বত্রই জমজমাট ঠান্ডা অব্যাহত রয়েছে, তাপমাত্রার পারদ শূন্যের নিচে নেমে গিয়েছে। রবিবার সকালে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস।
কাশ্মীরের বেশিরভাগ স্থানেই রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে। পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৩ ডিগ্রি সেলসিয়াস, পুলওয়ামায় মাইনাস ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতেও ধীরে ধীরে তাপমাত্রার পতন হচ্ছে। জম্মুতে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা