বসিরহাটে যুবককে খুন, বাঁশবাগান থেকে উদ্ধার দেহ
বসিরহাট, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার বসিরহাটে খুন হলেন এক যুবক। রবিবার ভোরে বাঁশবাগান থেকে ওই যুবকের নিথর দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম আসাদুল মণ্ডল (২৫)। ওই যুবক কলকাতার একটি ঋণদানকারী সংস্থায় কাজ করতেন। সেই সুবাদে এলাকার বহু মানুষকে স্বল্
বসিরহাটে যুবককে খুন, বাঁশবাগান থেকে উদ্ধার দেহ


বসিরহাট, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তর ২৪ পরগনার বসিরহাটে খুন হলেন এক যুবক। রবিবার ভোরে বাঁশবাগান থেকে ওই যুবকের নিথর দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম আসাদুল মণ্ডল (২৫)। ওই যুবক কলকাতার একটি ঋণদানকারী সংস্থায় কাজ করতেন। সেই সুবাদে এলাকার বহু মানুষকে স্বল্প সুদে ঋণ পাইয়ে দিতেন তিনি।

স্থানীয় সূত্রের খবর, শনিবার সকালেও প্রতি দিনের মতো কাজে বেরিয়েছিলেন তিনি। কিন্তু রাতে বাড়ি ফেরেননি। রবিবার ভোরে বাঁশবাগানে দেহ মেলে। স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগে ঋণের টাকা মেটানো নিয়ে কয়েক জনের সঙ্গে আসাদুলের অশান্তি হয়। তার জেরেই তাঁকে খুন করা হতে পারে বলে মনে করছেন বাসিন্দাদের অনেকে। বসিরহাট থানার পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande