
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রবিবার দিল্লিতে মানেকশ সেন্টারে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীর পতাকা দিবস অনুষ্ঠানে অংশ নেন। তিনি দেশসেবায় জীবন উৎসর্গ করা সৈনিক, তাঁদের পরিবার ও প্রাক্তন সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সক্সেনা, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং ও নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। শৌর্য পদক ও বিশেষ সেবা পদকপ্রাপ্ত সৈনিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনীর কল্যাণে অবদান রাখা ১০ জন নাগরিককেও সম্মান জানানো হয়।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে ভারত স্বনির্ভরতা, সামরিক আধুনিকীকরণ ও কৌশলগত সক্ষমতা অর্জন করেছে। তিনি আরও বলেন সাহসিকতা, শৃঙ্খলা ও দেশভক্তিই আমাদের সেনার পরিচয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য