দক্ষিণ-পূর্ব আলাস্কায় ৭.০ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
জুনাউ (অ্যালাস্কা), ৭ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ-পূর্ব আলাস্কায় শনিবার দুপুরে (ভারতীয় সময় অনুসারে রবিবার ) ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০। ভূমিকম্প হওয়ার পরে কমপক্ষে ২০টি
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় লোয়ার দিরে ৪.৭ মাত্রার ভূমিকম্প


জুনাউ (অ্যালাস্কা), ৭ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ-পূর্ব আলাস্কায় শনিবার দুপুরে (ভারতীয় সময় অনুসারে রবিবার ) ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০। ভূমিকম্প হওয়ার পরে কমপক্ষে ২০টি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল জুনাউ থেকে প্রায় ২৩৩ মাইল উত্তর-পূর্বে। বর্তমানে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পটির কেন্দ্র ছিল জুনাউ থেকে প্রায় ২৩৩ মাইল উত্তর-পূর্বে। বর্তমানে কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, ভূমিকম্পের প্রভাবে ৫.৩ এবং ৫.০ মাত্রার কম্পনও অনুভূত হয়েছে। ভূ-তাত্ত্বিকরা বলছেন, এই ঝটকাগুলো কম জনবসতি এলাকা ও আলাস্কা-ইউকন সীমান্তের পাহাড়ি অঞ্চলে এসেছে। সবচেয়ে ন্যূনতম কম্পনের মাত্রা ছিল মাত্র ৩.৩। ন্যাশনাল সুনামি সেন্টার জানিয়েছেন, এই ভূমিকম্পের কারণে কোনও সুনামির আশঙ্কা নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande