
লিভারপুল, ৭ ডিসেম্বর (হি.স.) : দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না লিভারপুল লিডস ইউনাইটেডের বিপক্ষে। লিডসের মাঠে শনিবার রাতে বারবার মোড় ঘোরানো প্রিমিয়ার লীগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
উগো একিটিকের জোড়া গোলে দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। এরপর, ডমিনিক ক্যালভার্ট-লুইন ও আন্টোনের গোলে সমতায় ফেরে লিডস। কিছুক্ষণ পর দমিনিক সোবোসলাইয়ের গোলে আবার এগিয়ে যায় লিভারপুল। কিন্তু যোগ করা সময়ে লিডসের তানাকা গোল করে দলকে সমতায় ফিরিয়ে দলকে এক পয়েন্ট এনে দেন।
লিভারপুল লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। বিগত সপ্তাহে সান্ডারল্যান্ডের বিপক্ষেও ম্যাচটি ড্র করেছিল।
১৫ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে আগের মতোই অষ্টম স্থানে আছে লিভারপুল। তাদের উপরের দুটি দল ক্রিস্টাল প্যালেস ও সান্ডারল্যান্ডের পয়েন্টও সমান ২৩ করে,তবে প্যালেস একটি ম্যাচ কম খেলেছে।
আর ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস ইউনাইটেড।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি