কোল্লামে ভস্মীভূত ১০টি নৌকা
কোল্লাম, ৭ ডিসেম্বর (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল মৎস্যজীবীদের ১০টি নৌকা। শনিবার রাতে কেরলের কোল্লামে অষ্টমুদি হ্রদে ঘটনাটি ঘটে। নৌকাগুলি যেখানে নোঙর করা ছিল, সেখানেই আচমকা আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ''টি ইঞ্জিন। পুলিশ জানায়, হতাহত
কোল্লামে ভস্মীভূত ১০টি নৌকা


কোল্লাম, ৭ ডিসেম্বর (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল মৎস্যজীবীদের ১০টি নৌকা। শনিবার রাতে কেরলের কোল্লামে অষ্টমুদি হ্রদে ঘটনাটি ঘটে। নৌকাগুলি যেখানে নোঙর করা ছিল, সেখানেই আচমকা আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ'টি ইঞ্জিন। পুলিশ জানায়, হতাহতের খবর নেই।

জানা গেছে, শনিবার রাতে অষ্টমুদি হ্রদে যেখানে নৌকা নোঙর করা হয়, সেই স্থানেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে| অগ্নিকাণ্ডের জেরে দশটিরও বেশি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে যায়। দমকল বাহিনীর ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন লাগার পরপরই নৌকাগুলিতে মজুত গ্যাস সিলিন্ডারগুলিতে বিস্ফোরণ হয়| যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত নৌকাগুলির বেশিরভাগই কোলাচল এবং পুভারের জেলেদের বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande