
পানাজি, ৭ ডিসেম্বর (হি.স.): উত্তর গোয়ার আরপোরার একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। আহত হয়েছেন প্রায় ৫০ জন। এ বার এই অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হল রেস্তোরাঁর ম্যানেজার। এ তথ্য দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি বলেন, একটি দুর্ভাগ্যজনক দিন। গোয়ার পর্যটন ইতিহাসে প্রথমবারের মতো এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৫ জন মারা গেছেন। আমি রাতেই ঘটনাস্থলে পৌঁছই, স্থানীয় বিধায়ক মাইকেল লোবো আমার সঙ্গে ছিলেন। সকল আধিকারিকও সেখানে উপস্থিত ছিলেন। আধ ঘণ্টার মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছিল, কিন্তু যে ক্লাবে এটি ঘটেছিল, সেখান থেকে কিছু মানুষ ছুটে বেরিয়ে আসতে পেরেছিল, কিন্তু কিছু মানুষ বেরিয়ে আসতে পারেনি। তাই, শ্বাসরোধে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে, ৪ জন পর্যটক এবং বাকিরা ক্লাবের কর্মচারী ছিলেন। তাদের মৃত্যুতে আমি সমবেদনা জানাই এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মৃতদের আত্মার শান্তি কামনা করি।
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আরও বলেন, সরকার তাদের ক্ষতিপূরণ দেবে। হাসপাতালে থাকা ৬ জনকে গোয়া মেডিকেল কলেজে সর্বোত্তম চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি কলেজের ডিনের সঙ্গে কথা বলেছি। আমরা এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। ক্লাবটি কী অনুমতি নিয়েছিল এবং কারা এই অনুমতি দিয়েছে, তা তদন্ত করা হবে। ক্লাব মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ম্যানেজার এবং অন্যান্যদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের কারাগারে পাঠানো হবে। প্রধানমন্ত্রী মোদী আজ সকালে আমাকে ফোন করে সমস্ত বিবরণ জানতে চেয়েছেন। তিনি আহতদের সম্পর্কেও বিস্তারিত জানতে চেয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেজন্য গোয়া সরকার সমস্ত পদক্ষেপ নেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা