স্বাভাবিকের পথে ইন্ডিগোর পরিষেবা! একাধিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): প্রায় ৬ দিন ধরে চলা সমস্যার মধ্যেই যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল ইন্ডিগো। রবিবার সংশ্লিষ্ট সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, এ দিন তাঁরা সারাদিনে ১৫০০টি ফ্লাইট পরিষেবা দিতে প্রস্তুত। সংস্থার ৯৫ শ
ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক! মুম্বইয়ে বিমানবন্দরে জরুরি অবতরণ


নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): প্রায় ৬ দিন ধরে চলা সমস্যার মধ্যেই যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির খবর শোনাল ইন্ডিগো। রবিবার সংশ্লিষ্ট সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়, এ দিন তাঁরা সারাদিনে ১৫০০টি ফ্লাইট পরিষেবা দিতে প্রস্তুত। সংস্থার ৯৫ শতাংশ নেটওয়ার্ক পুনরায় স্বাভাবিক করা গিয়েছে বলে দাবি ইন্ডিগোর।

তবে, এই দাবির মধ্যেই দেশের বিভিন্ন বিমানবন্দরে দেখা গেল যাত্রীদের দুর্ভোগ। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে এদিনও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ত্রিচি বিমানবন্দরে সকাল ১০টার মধ্যেই ৫টি আসা ও ৬টি প্রস্থান মিলিয়ে ১১টি ইন্ডিগোর বিমান বাতিল হয়েছে। তেলেঙ্গানার রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল বিমানের সংখ্যা ১১৫। দেশের অন্যান্য বিমানবন্দরেও একই অবস্থা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande