
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): যাত্রীদের ভোগান্তি দূর করতে এবং বিমান বিভ্রাটের সমস্যা নিরসনে সচেষ্ট ইন্ডিগো কর্তৃপক্ষ। রবিবার ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড (ইন্ডিগো)-এর পরিচালন পর্ষদ প্রথম দিনেই উড়ান বাতিল এবং বিলম্বের সমস্যা নিয়ে বৈঠকে বসে। সদস্যরা ব্যবস্থাপনার কাছ থেকে সংকটের প্রকৃতি এবং ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত অবগত হন। এই বৈঠকের পর শুধুমাত্র বোর্ড সদস্যদের জন্য একটি অধিবেশন অনুষ্ঠিত হয় যেখানে চেয়ারম্যান বিক্রম সিং মেহতা; বোর্ড পরিচালক গ্রেগ সারেটস্কি, মাইক হুইটেকার এবং অমিতাভ কান্ত এবং সিইও পিটার এলবার্সকে নিয়ে একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই গ্রুপটি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নিয়মিত বৈঠক করছে এবং স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে ব্যবস্থাপনা কর্তৃক নিয়মিত আপডেট করা হচ্ছে। এছাড়াও, সিএমজি সদস্য নন এমন পরিচালকদের সঙ্গে একাধিক টেলিফোনে আলোচনা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা