
গোয়ালিয়র, ৭ ডিসেম্বর (হি.স.): কুনো জাতীয় উদ্যান থেকে বেরিয়ে আসা একটি পুরুষ চিতা শাবকের মৃত্যু হল গাড়ির ধাক্কায়। রবিবার ভোরে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছে। শাবকটি মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল।
জানা যাচ্ছে, গামিনী নামক চিতার আরও একটি পুরুষ শাবক মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, সেটি এখনও আশপাশেই আছে। আগে তাদের দু'জনকে একসঙ্গেই দেখা গিয়েছিল। জাতীয় সড়কে যান চলাচল কমিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। গত মার্চে গামিনী এবং তার চারটি শাবককে খাজুরি অরণ্য অঞ্চলে ছাড়া হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ