
ফ্লোরিডা, ৭ ডিসেম্বর (হি.স.) : কেরিয়ারের সায়াহ্নে এসেও উজ্জ্বল লিওনেল মেসি। গত দুবছর যে ট্রফি ছিল অধরা সেই ট্রফিও নিজের শোকেসে আনলেন। ইন্টার মায়ামিকে এনে দিলেন প্রথম এমএলএস কাপ।
শনিবার চেজ স্টেডিয়ামে এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মায়ামি। ফাইনালে গোল না পেলেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন মেসি।
ম্যাচের শুরুতে ভ্যাঙ্কুবারের এদিয়ের ওকাম্পোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে ভ্যাঙ্কুবারকে সমতায় ফেরান আলী আহমেদ। এরপর রদ্রিগো ডি পল এবং তাদেও আলেন্দের জয়সূচক গোলে মায়ামির শিরোপা নিশ্চিত হয়। দুটি গোলের ক্ষেত্রেই অ্যাসিস্ট করেন মেসি। ষষ্ঠ মরসুমে এসে প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপার স্বাদ পেল মায়ামি।
মায়ামিকে শিরোপা জেতানোর পেছনে ভূমিকা রেখে এমএলএস কাপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও হয়েছেন তিনি। ৬ গোল ও ৯ অ্যাসিস্টে শেষ করেছেন এমএলএস কাপ প্লে-অফ পর্ব। তার আগে প্রথম পর্বে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলস্কোরের পুরস্কার গোল্ডেন বুট জিতেছিলেন আর্জেন্টাইন তারকা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি