
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): গোয়ার জনপ্রিয় নৈশক্লাবে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, উত্তর গোয়া জেলায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে তাঁরা যেন শক্তি পান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘গোয়ার অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমার ফোনে কথা হয়েছে। রাজ্য সরকার সম্ভাব্য সকল প্রকাশ সাহায্য করছে।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল তহবিল থেকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা