বন্দে মাতরম নিয়ে সোমবার সংসদে বিশেষ আলোচনা
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): বন্দে মাতরম নিয়ে সোমবার সংসদে হবে বিশেষ আলোচনা। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে লোকসভায় আগামীকাল এই বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। বন্দে মাতরমের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ এবং অজানা দিক দেশের সামনে উঠে আসবে।
বন্দে মাতরম নিয়ে ৯ ডিসেম্বর সংসদে আলোচনা, পরের দিন ইলেকটোরাল রিফর্ম নিয়ে


নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): বন্দে মাতরম নিয়ে সোমবার সংসদে হবে বিশেষ আলোচনা। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে লোকসভায় আগামীকাল এই বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। বন্দে মাতরমের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ এবং অজানা দিক দেশের সামনে উঠে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরমের উপর বক্তব্য রাখবেন।

সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যেই সোমবার বন্দে মাতরম নিয়ে আলোচনা হবে লোকসভায়। এই আলোচনার জন্য ১০ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম নিয়ে আলোচনা শুরু করবেন। এর পরের দিন অর্থাৎ ৯ ডিসেম্বর নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হবে, সে জন্যও ১০ ঘন্টা সময় বরাদ্দ থাকবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আগামী বুধবার, ১০ ডিসেম্বর এ বিষয়ে বক্তব্য রাখবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande