
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): ভারতীয় মহাকাশচারী এবং ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা রবিবার বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, দেশের অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ভারতের প্রথম শহর কেন্দ্রিক এ আই ইনোভেশন ইঞ্জিন 'দিল্লি এ আই গ্রাইন্ড' শীর্ষক একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শুক্লা উল্লেখ করেন, কৃত্রিম মেধা এখন সবক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে ভারত ২০৪৭ এর স্বপ্ন পূরণ করতে এ আই-কে আরও বিস্তৃত ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা