
জব্বলপুর, ৭ ডিসেম্বর (হি. স.): মধ্যপ্রদেশের জব্বলপুরে শনিবার রাতে মদন মহল রেলওয়ে স্টেশনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। স্টেশনের প্ল্যাটফর্ম পার হওয়ার সময় প্রায় ৭ জন মালগাড়ির ধাক্কায় পড়ে যান, যার মধ্যে একজন মহিলা ঘটনাস্থলেই মারা যান এবং রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশুরও মৃত্যু হয়েছে। এছাড়াও আহত আরও ৫ জন। আহতদের সকলকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে যখন প্ল্যাটফর্ম নং ১ থেকে ৪ ক্রস করার সময়| হঠাৎ মালগাড়ি এসে পড়ে ও ধাক্কা দেয় তাদের।
দুর্ঘটনার পর পদস্থ এক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পুষ্পা সোনধিয়া (৩০) এবং চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি আহতরা বর্তমানে স্থিতিশীল। জেলা শাসক মেডিক্যাল কলেজকে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য