বন্ধ হল ‘উমিদ’ পোর্টাল , ডিজিটাল হল ৫.১৭ লক্ষ ওয়াকফ সম্পত্তি
নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক কর্তৃক চালু ‘উমিদ’ পোর্টাল ছয় মাসের নির্ধারিত সময় সীমা পূর্ণ হওয়ার পর ৬ ডিসেম্বর বন্ধ হয়েছে। এই পোর্টাল ওয়াকফ সম্পত্তির ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা নিশ্চিত করতে শুরু করা হয়েছিল। এযাব
বন্ধ হল ‘উমিদ’ পোর্টাল , ডিজিটাল হল ৫.১৭ লক্ষ ওয়াকফ সম্পত্তি


বন্ধ হল ‘উমিদ’ পোর্টাল , ডিজিটাল হল ৫.১৭ লক্ষ ওয়াকফ সম্পত্তি


নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি. স.): কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক কর্তৃক চালু ‘উমিদ’ পোর্টাল ছয় মাসের নির্ধারিত সময় সীমা পূর্ণ হওয়ার পর ৬ ডিসেম্বর বন্ধ হয়েছে। এই পোর্টাল ওয়াকফ সম্পত্তির ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা নিশ্চিত করতে শুরু করা হয়েছিল। এযাবৎ উমিদ পোর্টালে মোট ৫,১৭,০৪০ সম্পত্তি পোর্টালে আপলোড হয়েছে। এর মধ্যে ২,১৬,৯০৫ স্বীকৃত, ২,১৩,৯৪১ প্রক্রিয়াধীন, ১০,৮৬৯ যাচাইাধীন।

মন্ত্রকের সচিব ডঃ চন্দ্রশেখর কুমার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে ২০টির বেশি পর্যালোচনা সভা করেছেন। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এটি ওয়াকফ সম্পত্তির ডিজিটাল, স্বচ্ছ ও একক ব্যবস্থাপনার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রগুলিতে প্রশিক্ষণ, কর্মশালা, হেল্পলাইন এবং দিল্লিতে দুই দিনের মাস্টার ট্রেনার ও সাতটি আঞ্চলিক সভার মাধ্যমে জাতীয় পর্যায়ে উদ্যোগ সফল করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande