
দক্ষিণ ২৪ পরগনা, ৭ ডিসেম্বর (হি.স.): বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে থেকে এক মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নোদাখালি থানার রানিয়া বিদিরা এলাকায়। মৃতের নাম গৌরী মণ্ডল (৪০)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে জঙ্গলের মধ্যে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এর পর থানায় খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ